আমরা প্রায় সবাই জানি যে বর্তমানে জার্মান এম্বাসির এপয়েন্টমেন্ট স্লট পেতে ১৭-১৮ মাস সময় লাগছে, যদিও জার্মান এম্বাসির কনফার্মেশন মেইলে ১৫ মাস লেখা আছে। তাই বর্তমানে বাংলাদেশ থেকে জার্মানিতে হায়ার স্টাডিজ-এর প্রথম ধাপ এপয়েন্টমেন্ট নেওয়া। এই এপয়েন্টমেন্ট নিতে ভুল হলে দেড় বছরের অপেক্ষা বৃথা। কোন ভুল হলে কখন এপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে টেরও পাবেন না। এরপর খালি রিগ্রেট করা ছাড়া কিছুই করার থাকবে না। এম্বাসি শুনবে না আপনার কোন রিকোয়েস্ট।
অতএব, সঠিকভাবে এপয়েন্টমেন্ট রেজিষ্ট্রেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই পোস্টে ব্যাচেলর/মাস্টার্সের এপয়েন্টমেন্ট নেওয়ার প্রসেস দেখিয়ে দেওয়া হবে।
এপয়েন্টমেন্ট নিতে কি লাগবে?
– একটা ভ্যালিড পাসপোর্ট
তো কিভাবে শুরু করব?
এম্বাসির এপয়েন্টমেন্ট ওয়েবসাইটে ঢুকতে হবে গুগল সার্চ করে।
Link- https://service2.diplo.de/rktermin/extern/appointment_showForm.do?locationCode=dhak&realmId=420&categoryId=2017
এরপর এই পেইজ আসবে। ছবিতে দেখা ইনস্ট্রাকশন অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে।
খুব সাবধানে ফার্স্ট & লাস্ট নেইম যথাযথ জায়গায় বসাতে হবে, অবশ্যই পাসপোর্ট এর মত করে, কোন অমিল থাকলে ইন্টারভিউ ডেট আর পাওয়া হবে না। ভ্যালিড একটা ইমেইল এড্রেস দিবেন দুইবার। এই মেইল আইডিটা সংরক্ষণ করা খুবই জরুরি। পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন।
এবার,খুবই গুরুত্বপূর্ণ, পাসপোর্ট নাম্বার। A অথবা B দিয়ে শুরু হয় যেটা। Alphabet এর পর জিরো নাকি O এটা ভাল করে যাচাই করে লিখবেন। কোন স্পেস দেওয়া যাবে না।
এরপরের অপশনে Not Applicable দিবেন, কারণ আপনি স্কলারশিপ/পিএইচডি এপ্লিক্যান্ট না।
পরের গুলোতে যথাক্রমে ব্যাচেলর হলে Bachelor Course পরের অপশনে Not Applicable দিবেন।
মাস্টার্স হলে Master’s Course সিলেক্ট করবেন, উপরের দুটো Not Applicable.
এবার আসি, অফার লেটারের জায়গায় Yes/No দিব?
না থাকলে No দিবেন, ইয়েস দিলে যে আগে এপয়েন্টমেন্ট দিবে এরকম কোন সুযোগ নেই।
এরপরের ক্যাপচা পূরণ করে সাবমিট দিবেন। ১ ঘণ্টার মধ্যে কনফার্মেশন মেইল পাবেন।
আমি ২ মিনিটে পেয়েছিলাম।
এবার কিছু পরামর্শ:
* সব ইনফো দেওয়ার পর একটা স্ক্রিনশট তুলে রাখবেন যাতে ভয় না থাকে ঠিকমতো এপয়েন্টমেন্ট নিলাম কিনা
* ব্রাউজার বেশিক্ষণ ওপেন রাখবেন না, যথাসম্ভব কম সময়ে সাবমিট দেওয়ার চেষ্টা করবেন।