কানাডা সরকার থেকে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়?

আমরা সবাই শুনে থাকি কানাডা অনেক সুযোগ সুবিধার দেশ, কিন্তূ আসলেই কি কি সুবিধা বা বেনিফিটস দেয় কানাডা সরকার? আমার অভিজ্ঞতা বা দেখা থেকে আমি কিছুটা বর্ণনা করতে পারি কি কি সুবিধা পাওয়া যায় l আমার এই বর্ণনা জাস্ট একটা ধারণা দেয়ার জন্য এবং আমার ভুল হয়ে পারে ll

আরেকটা ব্যাপার কে কত সুবিধা পাবে তা ডিপেন্ড করবে প্রধানত তার পরিবারের সদস্য সংখ্যা এবং বাৎসরিক আয়ের উপর l যেমন যার আয় যত বেশি তার সুবিধা ততো কম l তবে কিছু কিছু সুবিধা জেনারেল এবং সবাই পায়l


1. চাইল্ড বেনিফিট : লো ইনকাম ফ্যামিলিগুলো প্রতিটা বাচ্চার জন্য মান্থলি একটা টাকা পায় এবং সে এমাউন্টটা প্রায় ৬০০ ডলার পর্যন্ত হতে পারে l


2. বাচ্চাদের যাবতীয় চিকিৎসা পুরো ফ্রি দাঁত এবং চোখ ছাড়া, বড়োদের একেই ব্যবস্থা l তবে বড়োদের ওষুধ (প্রেসক্রিপশন মেড) কিনতে হয় যেটা বাচ্চাদের ২৫ বছর পর্যন্ত ফ্রি l একেবারে লো ইনকাম ফ্যামিলিগুলি দামি ওষুধ কেনার জন্য সাবসিডি দেয় কানাডা সরকারl


3. স্কুলিং পুরাই ফ্রি এবং বাসা থেকে স্কুল কিছুটা দূরে হলে বাস সার্ভিস পায় ফ্রীতেl
4. কলেজ/ইউনিভার্সিটি লেভেলে পড়ার জন্য খুব অল্প সুদে সরকারি ঋণ/গ্রান্ট পাওয়া যায়


5. সেভাবে বেকার ভাতা দেয় নাকি জানি না কিন্তূ হটাৎ চাকুরী চলে গেলে বা কেউ প্রেগন্যান্ট হলে বেতনের বড় একটা অংশ বেশ কয়েকমাস দেয় কানাডা সরকারl


6. কেউ শারীরিক বা মানসিকভাবে কাজ করতে অক্ষম হলে মান্থলি ভাতা পাওয়া যায়
7. লো ইনকাম ফ্যামিলি কম ভাড়ায় সরকারি বাসা পেতে পারে


8. বয়স হলে একটা জেনারেল বয়স্ক ভাতা এবং তার তার কাজ করার উপর ভিত্তি করে পেনশন দেয়া হয়


9. কর্মজীবী বাবা, মায়ের ছোট বাচ্চা সরকারি সাবসিডিতে ডেকেয়ার সুবিধা পায়l
যারা একটু বেশি চালাক চতুর তারা হয়তো আরর অনেক সুবিধার কথা জানে বা আদায় করতে পারে l