বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫)

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, পোয়েট অব পলিটিক্স, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও দেশব্রতে যুক্ত হন।

বঙ্গবন্ধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগে অধ্যয়ন করেন।

ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন।

১৯৫৬ সালে তিনি পূর্ববাংলার প্রাদেশিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দেশব্যাপী সফরের মাধ্যমে মানুষের মনে বাঙালি জাতীয়তাবোধ ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করেন।

বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিত ছয় দফা দাবি উত্থাপন করে এক সর্বাত্মক আন্দোলন গড়ে তুলে তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেন।

তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্র শুরু করে। এই পরিস্থিতিতে অসহযোগের ডাক দেন তিনি।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা করেন: ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বাঙালির মুক্তিসংগ্রামকে নস্যাৎ করার জন্যে ১৯৭১ এর ২৫ মার্চ মধ্যরাতের পরে পাকিস্তানি বাহিনী বাঙালির এই অবিসংবাদিত নেতাকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে।

গ্রেফতারের আগে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাঁকে রাষ্ট্রপতি করে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে।

মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি দেশে ফেরেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার মহান দায়িত্বে ব্রতী হন।

বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় কিংবদন্তি হয়ে ওঠেন।

বঙ্গবন্ধুই প্রথম বাঙালি যিনি ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন ।

বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ন তথ্য:

√ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার বাইগার নদীর তীরে (মধুমতির শাখা নদী) টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

**বঙ্গবন্ধুর জন্মদিন ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করা হয়।

√ বঙ্গবন্ধুর ডাকনাম: খোকা ।

√বঙ্গবন্ধুর নানা শেখ আবদুল মজিদ তাঁর নাম রেখেছিলেন শেখ মুজিবুর রহমান। মুজিব অর্থ- উত্তরদাতা।

√তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান (তিনি গোপালগঞ্জ জেলার পায়রা আদালতের সেরেস্তাদার ছিলেন) এবং মায়ের নাম সায়েরা খাতুন ।

√বঙ্গবন্ধুর স্ত্রীর নাম শেখ ফজিলাতুন্নেসা মুজিব। ডাকনাম: রেণু।

√বঙ্গবন্ধুর দুই কন্যা ও তিন পুত্র। এরা হলেন- কন্যাদ্বয়: শেখ হাসিনা, শেখ রেহানা। পুত্রএর শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল।

√তিনি ১৯২৭ সালে ৭ বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা শুরু করেন।

√ বঙ্গবন্ধু ১৯২৯ সালে ৯ বছর বয়সে গোপালগঞ্জ সীতানাথ একাডেমিতে (বর্তমান নাম: গোপালগঞ্জ পাবলিক স্কুল) ভর্তি হন।

পরবর্তীতে বেরিবেরি রোগে আক্রান্ত হয়ে চোখের
অপারেশনের কারণে চার বছর পড়ালেখা করতে পারেননি।
√ ১৯৩৭ তিনি গোপালগঞ্জ মাথুরানাথ মিশনারি স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হন ।

√১৯৩৯ সালে গোপালগঞ্জের মাথুরানাথ মিশনারি স্কুলে পড়ার সময় তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়।

√ ১৯৪২ সালে এসএসসি পাশ করে কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমান নাম: মাওলানা আজাদ কলেজ) ইন্টারমিডিয়েট-এ ভর্তি হন।

বঙ্গবন্ধু এ সময়ে কলকাতার বেকার হোস্টেলে ২৩ ও ২৪ নম্বর রুমে থাকতেন। বর্তমানে এ রুমদ্বয় গ্রন্থাগার ও মিউজিয়াম।

/ ১৯৪৩ সালে বঙ্গবন্ধু সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন।


√ ১৯৪৫ সালে বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ ছাত্র সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন।


√ ১৯৪৭ সালে বঙ্গবন্ধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করে ঢাকায় চলে আসেন।

√১৯৪৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। এ বছরের ৪ জানুয়ারি মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।

বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ন তথ্য:

এ বছরের ১১ মার্চ তিনি ভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে গ্রেফতার হন।

√১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। এবং বঙ্গবন্ধু দলের যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন।

**১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে তিনি ১৪ ফেব্রুয়ারি জেলখানায় অনশন শুরু করেন।

**১৯৫৩ সালের ৯ জুলাই তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

** ১৯৫৪ সালের ১০ মার্চের নির্বাচনে নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু প্রাদেশিক সরকারের সমবায়, কৃষি ও ঋণ এবং গ্রামীণ পুনর্গঠন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

√ ১৯৫৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করে রাজনীতি নিষিদ্ধ করেন।

১১ অক্টোবর বঙ্গবন্ধুকে পুনরায় গ্রেফতার করা হয়।

**১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয়দফা দাবি পেশ করেন।

**১৯৬৮ সালের ৩ জানুয়ারি পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে এক নম্বর আসামী করে মোট ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।

১৭ জানুয়ারি বঙ্গবন্ধুকে পূর্ববর্তী একটি মামলায় খালাস দেওয়া হয় এবং ১৮ জানুয়ারি তাঁকে আবার জেলগেট থেকে গ্রেফতার করা হয়।

**বঙ্গবন্ধু মোট ৪ হাজার ৬৮২ দিন কারাভোগ করেন। ১৯৩৮ সালে স্কুলের ছাত্রাবস্থায় ৭ দিন কারাভোগ করেন]।


***১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি জনগণের অব্যাহত চাপের মুখে কেন্দ্রীয় সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে।

২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে সংবর্ধনা দেওয়া হয় এবং এখানেই ছাত্রনেতা তোফায়েল আহমেদ তাঁকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।

৫ ডিসেম্বর শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের আলোচনা সভায় বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ করেন বাংলাদেশ।

*** ১৯৭০ সালের ৭ ও ১৭ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন এবং প্রাদেশিক পরিষদের ৩১০টির মধ্যে ৩০৫টি আসন লাভ করে।

**১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম; এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম! জয় বাংলা।’

***এপ্রিল, ১৯৭১ সালে মার্কিন সাপ্তাহিক পত্রিকা News লোবেন জেঙ্কিস তাঁর এক প্রতিবেদনে জাতির পিতাকে ‘পোয়েট অব পলিটিক্স’ বলে আখ্যায়িত করেন।

**’বিশ্ব শান্তি পরিষদ’ ১০ অক্টোবর, ১৯৭২ সালে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদক প্রদান করেন। বঙ্গবন্ধু ২৩ মে, ১৯৭৩ সালে এ পদকটি গ্রহণ করেন।

√ ১৯৭৫ সালের ১৫ আগস্টে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সামরিক বাহিনীর কতিপয় সদস্যের হাতে তিনি সপরিবারে নিহত হন।

বঙ্গবন্ধুকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাহিত করা হয় । কিন্তু পরিবারের অন্যান্য সবাইকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পর্কে কী জানেন?

উ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাহিনী ভিত্তিক রচনা ‘অসমাপ্ত আত্মজীবনী’।

২০০৪ সালে বঙ্গবন্ধুর হাতে লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হস্তগত হয়। মূল্যবান এ খাতাগুলিই পরবর্তীতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ নামে জুন, ২০১২ সালে প্রকাশিত হয়।

১৯৬৬-১৯৬৯ সময়কালীন ১৯৬৭ সালের মাঝামাঝি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় বঙ্গবন্ধু তাঁর জন্ম, শৈশব ও কৈশোর থেকে ১৯৫৫ সাল পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলি লিখেছেন।

এটি The Unfinished Memoirs নামে ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম। গ্রন্থটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা এবং প্রচ্ছদ তৈরি করেছেন সমর মজুমদার ।

বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটি সম্পর্কে লিখুন

উ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকেন্দ্রিক রচনা ‘কারাগারের রোজনামচা’। বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ২ জুন থেকে ৬৭ সালের ২২ জুন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে এবং ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি থেকে ৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কুর্মিটোলা সেনানিবাসে অন্তরীণ থাকা অবস্থায় প্রতিদিন ডায়েরি লিখতেন। সেই ডায়েরির পরিমার্জিত রূপ ‘কারাগারের রোজনামচা’।

গ্রন্থটির নামকরণ করেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা। ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটি জাতির পিতার ৯৭তম জন্মদিন ১৭ মার্চ, ২০১৭ সালে প্রকাশিত হয়।

‘কারাগারের রোজনামচা’ নামটির প্রস্তাবক শেখ রেহানা। এটি ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম ।

প্র. বঙ্গবন্ধুর অন্যান্য গ্রন্থসমূহের নাম কী কী?

উ. ‘৩০৫৩ দিন’: এটি বঙ্গবন্ধুর কারাজীবনের স্মৃতি নিয়ে দুর্লভ আলোকচিত্র সম্বলিত বই ।

‘নয়া চীন ভ্রমণ’: এটি জাতির পিতার লেখা তৃতীয় গ্রন্থ। এটির প্রকাশক বাংলা একাডেমি।

‘আমার কিছু কথা’: এটি মহান মুক্তিযুদ্ধের ওপর লেখা জাতির পিতার অমর গ্রন্থ ।

1 thought on “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫)”

Comments are closed.